আন্তর্জাতিক

শপথ নিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীরা

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া মন্ত্রিদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি আরিফ আলভি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। খবর ডনের।
রাষ্ট্রপতির বাসভবনে শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কাকা, পাঞ্জাব অন্তবর্তীকালীন সরকারের মুখ্যমন্ত্রী মোহসীন নাকিব এবং পাঞ্জাবের তথ্য মন্ত্রী আমিন মীর।
সপ্তাহব্যাপী আলোচনার পর প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল কাকার শপথ নেওয়ার কয়েকদিন পরই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো।
এর আগে কাকার মন্ত্রিসভায় কারা সুযোগ পাবেন তার একটি তালিকা প্রকাশ করেছিল বেশ কিছু মিডিয়া। যেখানে অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ী এবং অন্যান্য ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। তবে তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
ওই তালিকায় ছিলেন সাবেক পুলিশ প্রধান ড. শোয়েব সুদ্দাল, জুলফিকার সীমা, বিএনপি সিনেটর সরফরাজ বাগতি, সাবেক পররাষ্ট্র সচিব জালির আব্বাস জিলানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button