আন্তর্জাতিকজাতীয়

সংযুক্ত আরব আমিরাতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

‘স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই একদল বিপথগামী সেনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে৷ সেদিন আমরা হারাই একজন ক্রীড়াবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালকে ৷ বঙ্গবন্ধুর সন্তান হিসেবে তিনি পরিচিত হওয়ার চেয়ে নিজগুণে দেশে পরিচিতি লাভ করেছিলেন৷ বঙ্গবন্ধুর পরবর্তী নেতা হওয়ার সম্ভাবনা ছিল তারমধ্যে৷’

শনিবার (৫ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফুর রহমান (প্রথম সচিব প্রেস) এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান
ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভার প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পর্পণ করেন কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এসময় বক্তারা আরও বলেন, মেধাবী শেখ কামালের চরিত্রে কালি লেপনেরও চক্রান্ত করেছিল তৎকালীন জাসদ ও স্বাধিনতা বিরোধী দুষ্টু চক্ররা৷ তবুও জাতিকে শেখ কামাল থেকে দূরে সরাতে পারেনি৷ আবহানী স্পুটিং ক্লাব এর প্রতিষ্ঠাতা এবং ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবলের যাত্রা শুরু করে যাওয়া শেখ কামালের স্বপ্ন বাস্তবায়নে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে৷

সব শেষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button