খেলা

পারিশ্রমিক বাড়ছে নারী ক্রিকেটারদের

আগামী বছরে বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাপন বলেন, ‘নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের বেতন হবে ৪৮ হাজার টাকা। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৬ হাজার ও ২৫ হাজার টাকা।’

বর্তমান চুক্তিতে চার ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার বোর্ড থেকে কেন্দ্রীয় চুক্তির আওতায় পারিশ্রমিক পাচ্ছেন। ইতিপূর্বে ১৯ জন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকার সুযোগ পেতেন।

এদিকে আগামী বছরের জন্য ৮৯ জন প্রথম শ্রেণির ক্রিকেটারের সাথে চুক্তি করছে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটারদের ৮৯ জন ক্রিকেটারের চুক্তির বিষয়টি আজ অনুমোদন দেওয়া হল, আগামী বছরের জন্য।’

Related Articles

Leave a Reply

Back to top button