জাতীয়

বিএনপি নেতারা নাশকতায় উসকানি দিচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সড়কে অবস্থান নিয়েই ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছিল।

বলেন, বিএনপি নেতারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে নির্দেশ এবং উসকানি দিচ্ছেন। এরই প্রমাণ মিলেছে দলটির নেত্রী নিপুণ রায়ের ফেসবুক লাইভে। তাই পুলিশকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে জনগণের জানমালের কোন ক্ষতি না হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগে পুলিশ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলটির মহাসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ভাষণ হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রচারিত হয়েছে। তারা আদালত অবমাননা করেছে। অবস্থান কর্মসূচির নামে গাড়ি চলাচল বন্ধ করার চেষ্টা করেছেন বিএনপি নেতারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ মাঠে ছিল পুলিশকে সহায়তা করতে। এছাড়া একটা ঘটনা ঘটলে উৎসুক জনতার একটি ভীড় লক্ষ্য করা যায়। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একজন এডিশনাল ডিআইজিসহ ৩১ পুলিশ সদস্য ভর্তি হয়েছেন। অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে পুলিশ জঙ্গি দমন এবং আজকের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় পিছপা হয় নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button