আন্তর্জাতিক

পিটিআই নিষিদ্ধ করলে নতুন দল গড়বেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার পরিকল্পনা করছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার। নির্বাচনের আগে দল নিষিদ্ধ করলে নতুন আরেকটি দল গঠন করবেন বলে জানিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান।
শনিবার (১৫ জুলাই) সাবেক পাক প্রধানমন্ত্রী বলেছেন, যদি তার দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয় তাহলে—  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নতুন আরেকটি দল গঠন করবেন। তিনি আরও জানিয়েছেন, তার বিশ্বাস নতুন গঠিত দলও জয় পাবে।
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে ইমরান খানকে গ্রেফতার করে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এর প্রতিবাদে ইমরানের সমর্থকরা সারাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। অনেকে সেনাবাহিনীর অবকাঠামোতেও হামলা করেন। এরপরই দলটিকে নিষিদ্ধ করতে তৎপর হয়ে ওঠে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার।
নতুন দল গঠনের ব্যাপারে ইমরান বলেছেন, ‘যদি তারা দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নাম নিয়ে নতুন দল গঠন করবো। তাও এটি নির্বাচনে জয় লাভ করবে। যদি তারা আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে আটকায় তাও এই দল জিতবে। কারণ আমার সমর্থকরা অপরিবর্তিত রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button