খেলা

আফগানিস্তান ক্রিকেট টিম ঢাকায় আসছে আজ 

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার (১ জুলাই) ঢাকায় আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরপরই দেশে ফিরে যায় আফগানরা। ঈদের ছুটি শেষে এবার বাকি সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, শনিবার (১ জুলাই) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রশিদ-নবিরা। এদিন রাতে ঢাকাতেই থাকবেন তারা। পরদিন (২ জুলাই) সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন সফরকারীরা। একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিরাও চট্টগ্রামে যাবেন। তবে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি দল দুটি।

জানা গেছে, আগামী সোমবার (৩ জুলাই) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

এছাড়া দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

Related Articles

Leave a Reply

Back to top button