জাতীয়

নির্ধারিত সময়ের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নির্ধারিত সময় ২০২৪ সালের জুন মাসের মধ্যেই রেল সড়ক নির্মাণ কাজ শেষ হবে।

আজ শনিবার দুপুরে জেলার লোহাগড়ায় মধুমতি রেলসেতু পরিদর্শন শেষে মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, পদ্মাসেতু রেল প্রল্পটি কাজের সুবিধার্থে দুইটিভাবে ভাগ করা হয়েছে। একটি হলো ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তু। যা আগামী সেপ্টম্বর মাসের জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল সড়কের উদ্বোধন করবেন।

তিনি জানান, ২০২৩ সালের মে মাস পর্যন্তু রেল সড়ক নির্মান কাজের অগ্রগতি ঢাকা-যশোর পর্যন্তু অগ্রগতি ৭৭ শতাংশ। ঢাকা-মাওয়া পর্যন্তু অগ্রগতি ৭৫ দশমিক ৫০ শতাংশ। মাওয়া-ভাঙ্গা পর্যন্তু ৯৪ শতাংশ এবং ভাঙ্গা-যশোর পর্যন্তু ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button