করোনাজাতীয়

লকডাউনেও বিমানচলাচল স্বাভাবিক থাকবে

আগামী সোমবার থেকে, করোনা মহামারির মোকাবিলায় দেশজুড়ে শুরু হতে যাওয়া এক সপ্তাহের লকডাউনের মাঝে দেশের বিমানবন্দরগুলো খোলা এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনে আরও কঠোর হবে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

বেবিচক সূত্রে জানা গেছে, লকডাউনের বিষয়ে সরকারি নির্দেশনার প্রজ্ঞাপন দেখে আলোচনায় বসবে বেবিচক। তারা পরবর্তী করণীয় ও নতুন নির্দেশনা প্রস্তুত করবে। তবে গত বছরের মতো বিমানবন্দর ও ফ্লাইট চলাচল বন্ধ থাকার সম্ভাবনা কম। স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর নির্দেশনা আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button