আন্তর্জাতিক

আজ যুক্তরাষ্ট্রে যেতে পারেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২১ ডিসেম্বর) ওয়াশিংটন সফরে যেতে পারেন। তবে এ সফর নিয়ে উভয়পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। খবর: সিএনএনের।

সম্ভাব্য এ সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত এবং মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, জেলেনস্কি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দেখা করতে পারেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও এই সময়ে মধ্যে ইউক্রেন থেকে বের হয়ে অন্য কোনো দেশে যাননি জেলেনস্কি। যদি বুধবার তিনি যুক্তরাষ্ট্রে যান তাহলে রাশিয়া হামলা করার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।

উল্লেখ্য, ইউক্রেনের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্র রুশ হামলার পর থেকেই দেশটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি নানা ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে।
ইউক্রেনে প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা চলছে। এ অবস্থায় রাশিয়া দেশটির বিদ্যুৎ অবকাঠামোয় একের পর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এতে ইউক্রেনের জনগণকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এ বিষয়েও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। তারা জেনারেটরসহ উন্নত ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইউক্রেনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button