বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার।
সোমবার (১৫ মার্চ) দুপুরে বেগম জিয়ার দণ্ডের কার্যকারিতা আরও ৬ মাসের জন্য স্থগিত রাখার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ নিয়ে তৃতীয় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হলো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত রাখার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আগের দুটি শর্ত এবারও প্রযোজ্য হবে।’
অপরিবর্তিত শর্ত অনুযায়ী, মুক্ত থাকাকালীন খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিত্সা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
খালেদা জিয়া দেশের ভেতরে বিশেষায়িত চিকিত্সা নিলে তাতে সরকারের ‘আপত্তি নেই’ মর্মে আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞ চিকিত্সকের চিকিত্সা নিতে পারবেন বাসায় থেকে। হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করলে যাবেন। তবে দেশে থেকে শর্ত মেনেই করতে হবে।’
করোনা মহামারি পরিস্থিতিতে বেগম জিয়ার চিকিৎসা যথাযথভাবে করতে না পারায় তাঁর পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছিল।
সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর নথিতে আইনমন্ত্রী আনিসুল হক অনুমোদন দেয়ার পর গত ৮ মার্চ দুপুরে ওই নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড নিয়ে খালেদা জিয়ার কারাবাস শুরু হয়। এক বছরেরও বেশি সময় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন অতিবাহিত হয় তাঁর। এরপর ২ বছর ১ মাস ১৯ দিন বন্দিদশায় থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ বিকেলে ৬ মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পেয়ে গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান খালেদা জিয়া। গেল বছরের ২৪ সেপ্টেম্বর মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শর্ত অপরিবর্তিত রেখে সরকার খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করে সরকার। যা আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে। তবে তার আগেই আবারও বাড়লো মুক্তির মেয়াদ।