আদালত

জামাতুল আনসার’র দাওয়াতী শাখার প্রধানসহ ৪ জন গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার শুরা সদস্য ও দাওয়াতী শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুন ওরফে মুমিনসহ ৪ জঙ্গিকে সন্দেহভাজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৯ মে) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ. ন. ম. ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, সিলেটের বন্দর থানার বড়শালা বাজার এলাকা থেকে সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
ইমরান বলেন, গ্রেফতারকৃত বাকি জঙ্গিদের নাম হলঃ ফরিদপুর চরভদ্রসন এলাকার আবু জাফর ওরফে তাহান, চাদপুর মতলব উত্তরের আক্তারকাজী ওরফে সাইদ ও গোপালগঞ্জের মকদেসপুর এলাকার সালাউদ্দিন রাজ্জাক মোল্লা। আব্দুল্লাহ মায়মুন ওরফে মুমিনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানায় র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button