খেলা

বাফুফে’কে ৩২ কোটি টাকা দিচ্ছে ফিফা!

বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)কে ৩ মিলিয়ন ডলার অর্থ্যাৎ বাংলাদেশি প্রায় ৩২ কোটি টাকা অনুদান দিচ্ছে আর্ন্তজাতিক ফুটবল সংস্থা (ফিফা)। মঙ্গলবার (২ মে) দুপুর দুইটায় বাফুফের সাধারণ নির্বাহী কমিটির সভা শেষে এই কথা বলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় আমরা আরো ৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা) পাচ্ছি। এর মধ্যেই ফিফার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’
গেল কয়েক বছর ধরে আলোচনার শিরোনাম হচ্ছে কমলাপুরের টার্ফ। ফিফার থেকে পাওয়া ওই অর্থ দিয়ে কমলাপুরের বাফুফের যে আর্টিফিশিয়াল টার্ফ রয়েছে সেটি ঠিক করবে জানান ফুটবল ফেডারেশনের এ সহ-সভাপতি। মানিক বলেন, ‘বাফুফের টার্ফের অবস্থা খুবই খারাপ। ওই (ফিফা থেকে প্রাপ্ত) টাকা থেকে আমরা আমাদের দুইটা টার্ফ ঠিক করব। এরপরের বাকি টাকা দিয়ে আমাদের যে প্রোগ্রাম আছে, কক্সবাজারের একাডেমির বাফুফের প্রোগ্রাম সেটা আমরা শুরু করব। কমলাপুরের টার্ফে অনেক টুর্নামেন্ট হয়েছে, এএফসি, সাফের… সেখানে মাঠের অবস্থা ভালো না, সেটা তারা জানে। তারাই আমাদের পরামর্শ দিয়েছে যে, তোমরা টার্ফ দুটো পরিবর্তন করতে পারো, বাকি অর্থটা তোমরা কক্সবাজারে ব্যবহার করতে পারো।’
কক্সবাজারে বাফুফের যে একাডেমি রয়েছে সেখান কাজ করতে হলে আগে কনসাল্টেন্ট প্রয়োজন। ফিফা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সেখানে কনসাল্টেন্ট নিয়োগ দিবে বাফুফে। সহ-সভাপতি বলেন, ‘কনসাল্টেন্ট নিয়োগ করতে হবে, পরিবেশের ছাড়পত্রের জন্য; ডিজাইনার নিয়োগ করতে হবে। আজকে বোর্ডে উপস্থাপন করব, এবং বোর্ড অনুমোদন দিলে ইমেডিয়েটলি আমরা শুরু করব।’
কনসাল্টেন্ট নিয়োগের পাশাপাশি কক্সবাজারে যে কাজ রয়েছে সেগুলো করতে হলে আগে উন্মুক্ত দরপত্রের বিজ্ঞপ্তি দিতে হবে বাফুফেকে। সেটি মাথায় রয়েছে ফেডারেশনের। মানিক আরো জানান, ‘আপনারা নিশ্চয়ই জানেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এগুলো করতে হবে। দরপত্র প্রক্রিয়া, কনসাল্টেন্ট নিয়োগ, পরিবেশ সংক্রান্ত কনসাল্টেন্ট নিয়োগ, এগুলো সময়সাপেক্ষ ব্যাপার; আজ যদি বোর্ড অনুমোদন দেয়, তাহলে আমরা এ সপ্তাহের মধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button