বিনোদন

যাদের হাতে উঠলো ‘৬৮তম ফিল্মফেয়ার’ পুরস্কার

ভারতের মহারাষ্ট্র পর্যটকদের সঙ্গে এবার জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ‘৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার’ অনুষ্ঠান।
বলিউড অভিনেতা সালমান খানের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে আয়ুষ্মান খুরানা এবং মণীশ পালও সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তাছাড়া ভিকি কৌশাল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর, গোবিন্দ নেচে মঞ্চ মাতিয়েছেন।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের ফিল্মফেয়ার পুরষ্কার যারা পেয়েছেন-
সেরা চলচ্চিত্র: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।
সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক): বাধাই দো (হর্ষবর্ধন কুলকার্নি)।
সেরা অভিনেতা মুখ্য চরিত্র(পুরুষ): রাজকুমার রাও (বাধাই দো)।
সেরা অভিনেতা মুখ্য চরিত্র (মহিলা): আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
সেরা অভিনেত্রী (সমালোচক): টাবু (ভুল ভুলাইয়া ২), ভূমি পেডনেকর (বাধাই দো)।
সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ): অনিল কাপুর (জুগজুগ জিও)।
সেরা পার্শ্ব অভিনেতা (মহিলা): শিবা চাদ্দা (বাধাই দো)।
সেরা লিরিক্স: অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া- ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব)।
সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র প্রথম অংশ: শিব)।
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): অরিজিৎ সিং (কেশরিয়া- ব্রহ্মাস্ত্র প্রথম খণ্ড: শিব)।
সেরা প্লেব্যাক গায়ক (মহিলা): কবিতা শেঠ (রঙ্গিসারী- জুগ্জুগ জিও)
সেরা গল্প: অক্ষত গিল্ডিয়াল, সুমন অধিকারী (বাধাই দো)।
সেরা চিত্রনাট্য: অক্ষত গিল্ডিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)।
সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া, উৎকর্ষিনী বশিষ্ঠ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
সেরা কস্টিউম ডিজাইন: শীতল ইকবাল শর্মা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জি (ব্রহ্মাস্ত্র প্রথম খণ্ড: শিব)।
সেরা সম্পাদনা: নিনাদ খানোলকার (একজন অ্যাকশন হিরো)।
সেরা একশন: পারভেজ শেখ (বিক্রম বেধ)।
সেরা ভিএফএক্স: ডিএনইজি, রিডিফাইন (ব্রহ্মাস্ত্র প্রথম অংশ: শিব)।
সেরা কোরিওগ্রাফি: কৃতি মহেশ (ঢোলিদা- গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)।
সেরা অভিষেক পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বারনওয়াল (ভাধ)।
সেরা অভিষেক অভিনেতা (পুরুষ): অঙ্কুশ গেদাম (ঝুন্ড)।
সেরা অভিষেক অভিনেতা (মহিলা): আন্দ্রেয়া কেভিচুসা (আনেক)।
আজীবন সম্মাননা: প্রেম চোপড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button