বিনোদন

ঈদে মুক্তি পেয়েছে ৮ টি সিনেমা

একটা সময় ছিলো যখন ঈদ মানে হলে গিয়ে সিনেমা দেখাটা ছিলো আরেকটি আনন্দমূখর মূহূর্ত । মাঝখানে সেই কালচারটা কমে গিয়েছিলো। কিন্তু বড় বড় সিনেপ্লাসগুলো চালু হওয়ায় বর্তমানে আবার সেই আনন্দ অনেকখানি ফিরে এসেছে। আর দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এবার ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের প্রায় ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান। এটি পরিবেশনা করছে টিওটি ফিল্মস। সিনেমাটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

অনন্ত জলিলের অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। প্রযোজনা সংস্থা সুনান মুভিজের ব্যানারে এটি নির্মিত হয়েছে। এতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, সীমান্ত, মিশা সওদাগর, ভারতের রাহুল দেব, অ্যামি রায় প্রমুখ।

‘লোকাল’ নামের পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ। লোকাল সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ, স্বাধীন ও শিবা শানু।

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বিন’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ভৌতিক সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি। সিনেমাটি সবার মন জয় করবে বলে আশা করছেন নির্মাতা।

জাজ মাল্টিমিডিয়ার আরেকটি সিনেমা ‘পাপ’। সৈকত নাসির নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোশান ও ববি। এর চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ নিজেই। সিনেমাটিতে রোশান-ববি ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আরিয়ানা, আমান রেজাসহ প্রমুখ।

গ্রামীণ জনপদের কঠিন বাস্তবতা ও জীবনবোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘আদম’। এটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরণ। সিনেমাটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র প্রমুখ।

‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামের এ সিনেমাটি মুক্তি পেয়েছে উপমা কথাচিত্রের প্রযোজনায়। এটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু। অপু বিশ্বাস ও জয় চৌধুরী রোমান্টিক ঘরানার সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।

‘শত্রু’ সিনেমাটি সুনীল ঘোষ শুভর প্রযোজনায় করেছেন। এটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। খলনায়ক মিশা সওদাগর এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button