জাতীয়

স্বাধীনতাকে কটাক্ষকারী প্রতিবেদনের প্রতিবাদ ও বিচার দাবি করলেন সম্পাদক, প্রকাশক, আইনজীবীরা

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলো প্রকাশিত ‘শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য প্রচারে’র বিরূদ্ধে তীব্র প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে, তিন শতাধিক পত্রিকার প্রকাশকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি), সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক ফোরাম এবং দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন ঢাকা বার এসোসিয়েশন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো: মিজানুর রহমান (মামুন) ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বিবৃতিতে বলেন, ‘প্রথম আলো পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী সংবাদ প্রকাশ করায় সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আহবায়ক রফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘সম্প্রতি দৈনিক প্রথম আলো’য় যেভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র ও জাতির ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ সেইসাথে রাতের বেলা গ্রেফতার এড়িয়ে সুনির্দিষ্ট মামলায় দোষীদের বিচারের কথা বলেন তারা।

সংবাদপত্র পরিষদ সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী পরিষদের পক্ষে বিবৃতিতে বলেন, ‘আমরা এ ধরনের মিথ্যা পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদন সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী এবং এর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড এর আগে স্বাধীনতাকে কটাক্ষকারী পোস্টের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button