আদালত

এজলাসে বিশৃঙ্খলার বিষয় প্রধান বিচারপতিকে জানালেন দুই বিচারপতি

ফারজানা আফরিন

এজলাস কক্ষে আইনজীবীদের হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারার ঘটনা প্রধান বিচারপতিকে জানিয়েছেন দুই বিচারপতি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়াকে কেন্দ্র করে এ হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারার ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতির কার্যালয় সূত্র বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ইউটিউব, ফেসবুকসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে (বিটিআরসি) নির্দেশ দেন। আদালতের আদেশকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীরা সেখানে হট্টগোল করে। একপর্যায়ে দুই বিচারক এজলাস ছেড়ে চলে যান।

হট্টগোলের মধ্যে এজলাস ছেড়ে যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পর দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম এজলাসে আসন গ্রহণ করে বিচার কাজ শুরু করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button