জাতীয়

আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর এডেক্স ২০২০-৩ শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশালে একযোগে এই অনুশীলন অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং এর দুর্বলতাগুলো চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই অনুশীলন অনুষ্ঠিত হয়। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রুকবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশনসহ সব ধরণের রণকৌশলের অনুশীলন করেন।

অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর সব ধরণের জঙ্গি বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশগ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button