আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আগুনে ১৭ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: এএফপি’র।

শুক্রবার (৩ মার্চ) রাতে দেশটির জাকার্তা শহরে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আগুনের আতঙ্কে হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

জাকার্তার দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা জানায়, শুক্রবারের আগুনে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে।

বিভাগীয় প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান এএফপি’কে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর নিহত ও আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়।

সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের বলেন, সেখানে কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সময় রাত ৮টার পর ডিপোটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সেনাপ্রধান জানান, তারা এর কারণ অনুসন্ধান করে দেখছেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ২৫ শতাংশ এই ডিপো থেকে আসত। যদিও কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button