খেলা

‘যে পারফরম করবে, সে-ই দলে খেলবে: তামিম

ব্যক্তিগতভাবে পছন্দ বা অপছন্দ না, যে ভালো পারফর্ম করে, আমি অবশ্যই তাকে নেবো। এটা আমার দায়িত্ব। আমি যদি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হতাম, তখন হয়তো পছন্দ বা অপছন্দের কথা চিন্তা করতাম। কিন্তু আমি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তাই এসব কোনো ম্যাটার করে না। যে-ই পারফর্ম করবে, তার পাশে আমি থাকব।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম।

গত ১৬ ফেব্রুয়ারি যখন বিপিএল ফাইনাল চলছিল তখনই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করে বিসিবি। সেখানে তাইজুলের নাম দেখে অনেকে অবাকই হয় কারণ তাইজুল টাইগারদের টেস্ট ফরম্যাটের সেরা বোলারদের মধ্যে অন্যতম একজন।

দল ঘোষণা পর সেসময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, নাসুম আহমেদের জায়গায় তাইজুল ইসলামকে নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। তবে পরে এতে বিতর্ক সৃষ্টি করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান অধিনায়ক তামিমের চাওয়ায় নাসুমের জায়গায় দলে নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। তবে দল নির্বাচনের খবর চার দেওয়ালের বাইরে আসায় বিব্রত অধিনায়ক তামিম ইকবাল।

তামিম এর ব্যাখ্যা দেন কেন নাসুমের পরিবর্তে দলে তাইজুলকে নেওয়ায় তিনি মতামত দিয়েছিলেন। বলেন, ‘সিলেকশন মিটিংয়ে আমি অনেক কিছুতে একমত পোষণ করি, অসম্মত হই। নির্বাচকদের ক্ষেত্রেও সেটা হয়। কিন্তু আমরা একটা দল-আমি, প্রধান কোচ, নির্বাচক, সবাই। আমরা যদি ব্যর্থ হই, সবাই মিলে ব্যর্থ হই। সফল হলে সবাই মিলে সফল। ওখান থেকে কিছু বের হয়ে আসা হতাশাজনক।’

সংবাদ সম্মেলনে, গণমাধ্যমকর্মীরা ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তামিমের কাছে জানতে চাইলে সব গুঞ্জন অস্বীকার করেন দেশসেরা এই ওপেনার।

তামিম ইকবাল বলেছেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেক দিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

দলের গ্রুপিং নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি। ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।’

এদিকে, ইংল্যান্ড সিরিজের অনুশীলনে শুরু থেকে সাকিবের না থাকা প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘পুরো সিরিজ একসঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি সংবাদ সম্মেলনে বলেছি, পরিবারের যদি কারো কিছু হয়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বলেন বা পেশা, এই সবকিছুর ওপরে পরিবার। ক্রিকেট আমাদের পেশা, আমরা সবাই পেশাদার, সব ঠিক আছে। আপনারা যেখানে আছেন, নিজেদের পেশায় কাজ করেন। কিন্তু ব্যাপারটি যখন পরিবারের, দ্বিতীয় কোনো বিকল্প নেই। ’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button