সাহিত্য ও বিনোদন

অদম্য বাংলা ভাষা: ড. মানসী দাস

মায়ের শান্ত মুখশ্রীর রেখায় রেখায়
ফল্গু নদীর মতো সুপ্ত ধারায়
বয়ে চলে বাংলা ভাষা
অক্লান্ত অন্তহীন মমতায়।

বাবার অকৃত্রিম সহনশীলতায়
বার্ধক্যের সফেদ পরিপক্কতায়
গল্পের আসর জমায়
অনর্গল বাংলা ভাষায়।

ঠাকুমার বোনা নক্সীকাঁথায়
কত আনন্দ আর বেদনার সুতোয়
ছবি আঁকা আছে ভালোবাসায়
শুধুই আমার বাংলা ভাষায়।

নিকানো উঠানের আলপনায়
নব বঁধুর কপোলের লালিমায়
না বলা কত কথা লেখা
সে ও তো আমার বাংলা ভাষায়।

আঁকা বাঁকা মেঠো পথ ধরে
বাঁশের সাঁকো পেরিয়ে বহুদূরে
রাজপথের শ্লোগানে শহর জু্ড়ে
আমার বাংলা প্রতিবাদ করে উচ্চ স্বরে।

অস্বীকার, অপমান, লাঞ্চনা দিয়ে
দুমড়ে, মুচড়ে, পদপিষ্ট হয়ে
পুনরায় আবার নুতন অঙ্গীকার নিয়ে
জাগরণের কবিতা লেখা হয়
আমার অদমনীয় বাংলা ভাষায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button