বিনোদন

ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই: জয়া আহসান

ভাষার জন্য রক্ত বিসর্জন দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল। মহান মুক্তিযুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের মূলসূত্র বপিত হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির জীবনে এক গভীর মর্মার্থ বহন করে। সারা বিশ্বে দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল ছাত্র-জনতা। ১৪৪ ধারা ভেঙে বের করেছিল মিছিল। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন।
শহীদদের সেই আত্মত্যাগ আজ সারা বিশ্বের বিস্ময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনটি। তবে এদেশে বাংলা ছাড়াও আরও অনেক ভাষার মানুষের বাস। এরমধ্যে অন্যতম পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা। কিন্তু পাহাড়ের ভাষাগুলো আজ অস্তিত্ব সংকটে।
শহীদ দিবসে বিষয়টি তুলে ধরলেন জয়া। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পাহাড়ের ভাষাগুলো ভালো নেই বলে আক্ষেপ করেছেন তিনি। নিজের ফেসবুকে জয়া লিখেছেন, ‘যে ভাষায় আমরা প্রতি মুহূর্তে বাঁচি, সেই বাংলা ভাষার দাবিকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করার এই দিনটিকে শ্রদ্ধা জানাই। এদিন কঠোর সংকল্পে নিজেকে জাগিয়ে তোলার দিন।’
এরপর তিনি লেখেন, ‘বাংলা আমাদের ভাষা। আর এই ভাষার নামেই তো আমাদের স্বাধীন দেশ, বাংলাদেশ। তবু এই ভাষাকে নিয়ে কতকিছু এখনও আমাদের করার বাকি রয়ে গেল। রাষ্ট্রে, সমাজে, শিক্ষায়। বাংলাকে নিয়ে আমাদের বহু পথচলা এখনও বাকি। সে পথ আমরা সবাই মিলে নিশ্চয়ই পাড়ি দেব।’
জয়া আরও লিখেছেন, ‘একুশ এখন সারা পৃথিবীর নিপীড়িত, পর্যুদস্ত, মুমুর্ষু ভাষার অনুপ্রেরণাও। সেই অনুপ্রেরণা সৃষ্টি করার মতো ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের তরুণেরা, আজ থেকে একাত্তর বছর আগে। ভাবা যায়!’
এরপর পাহাড়ের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষা নিয়ে এ তারকা লেখেন, ‘পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই। পত্রিকায় পড়েছি, রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ–ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে অনন্য একটি ফুলের বাগান উজাড় হয়ে যাওয়া, যা আর কখনও ফিরে আসবে না। আমরা কি কোনোভাবেই একে টিকিয়ে রাখতে পারি না?’
সবশেষে জয়া পৃথিবীর সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানান। নানান ভাষা পৃথিবীকে বিচিত্র রঙে রাঙিয়ে তুলেছে বলে মনে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button