জাতীয়

অস্থায়ী রুট পারমিটের জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের শর্ত

বিভিন্ন উৎসব, অনুষ্ঠান বা কর্মসূচী আয়োজনকে কেন্দ্র করে চলাচলের জন্য অস্থায়ী রুট পারমিট চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে অনুমতি চাওয়া হলেও দাখিলকৃত আবেদনে গাফেলতি অথবা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে অনুমতি দিতে অপারগ হয় কর্তৃপক্ষ। তাই এই সমস্যা উত্তরণে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে কিছু শর্ত মেনে আবেদন করতে বলা হয়েছে।
শর্তগুলো নিম্নরূপঃ
১. আবেদনপত্র অবশ্যই পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।
২.আবেদনে উল্লিখিত গাড়িগুলোর রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।
৩. অস্থায়ী রুট পারমিটের আবেদনপত্র ভ্রমণের ৩ দিন আগে ওই ঠিকানায় জমা দিতে হবে।
৪. আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে।
৫. আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।
৬. অস্থায়ী রুট পারমিট শুধু আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে।
৭. ডিএমপি ট্রাফিক বিভাগ প্রদত্ত অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে এবং সড়কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে।
৮. কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যেকোনো সময় বাতিলের অধিকার ডিএমপি ট্রাফিক বিভাগ সংরক্ষণ করবে।
৯. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button