আন্তর্জাতিক

গ্রিনকার্ড বন্ধের বিলে ট্রাম্পের স্বাক্ষর

নতুন করে গ্রিনকার্ড ইস্যু বন্ধের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু বিশেষ খাত ছাড়া আপাতত ৬০ দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে পরে এর মেয়াদ বাড়তে পারে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসে সৃষ্ট সঙ্কটে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের।

তবে ট্রাম্প সমালোচকরা বলছেন, আগামী নভেম্বরের নির্বাচন সামনে রেখে অভিবাসীদের ওপর কঠোর হওয়ার নীতি বাস্তবায়নে মহামারিকে ব্যবহার করছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। খবর সিএনএন, আল জাজিরা, বিবিসি।

এর আগে গত সোমবার (২০ এপ্রিল) রাতে এক টুইট বার্তায় ‘সব ধরণের অভিবাসন’ বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। পরে কয়েকজন ব্যবসায়ী নেতার সমালোচনার শিকার হয়ে খামারের শ্রমিক, হাই টেক কারখানার কর্মীদের মত কিছু বিশেষ খাতের অভিবাসী শ্রমিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে করোনা ভাইরাস ব্রিফিংয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এ পদক্ষেপের মাধ্যমে অর্থনীতি পুনরায় সচল হলে, বেকার আমেরিকানদের প্রথমে চাকুরি পাওয়ার সুযোগ নিশ্চিত হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button