অর্থ বাণিজ্যকরোনা

করোনার কিট সহ সরঞ্জাম আমদানিতে শুল্ক লাগবে নাঃ এনবিআর

করোনা মোকাবেলার সরঞ্জাম আমদানিতে সকল ধরনের ভ্যাট ট্যাক্স মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ রোববার ২২ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

এছাড়া শুল্কমুক্ত সুবিধার আওতায় রয়েছে করোনা ভাইরাসের বৈশ্বিক মোকাবিলায় প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের উপকরণ, টেস্টিং কিট, সার্জিক্যাল মাস্ক, চিকিৎসকদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম।

এনবিআরের  বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ  করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সরকার ও জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে পরামর্শক্রমে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী মোকাবেলায় আইসোপ্রোপাইল এলকোহোল,  করণা টেস্ট কিট, মাস্কসহ এ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এছাড়াও আমদানির ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে এনবিআর। শর্তে উল্লেখ করা হয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ পণ্যসমূহ আমদানির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। আমদানিকৃত পণ্যসমূহ মানসম্মত কিনা ওষুধ প্রশাসন অধিদপ্তর তা নিয়মিত মনিটরিং করবে। আর এই সুবিধা জুন ২০২০  পর্যন্ত কার্যকর থাকবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button