জাতীয়লিড স্টোরি

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ ৩৮

স্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে, বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ আগস্ট) সারা দিনে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এর মধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

এছাড়া নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button