আন্তর্জাতিক

লেবাননের বিস্ফোরণ ভয়াবহ এক হামলা: ট্রাম্প

লেবাননের বৈরুতে মারাত্মক শক্তিশালী বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হওয়ার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেটি ভয়াবহ একটি হামলা ছিল।

ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে এটি ভয়াবহ একটি হামলা। ’ তার সামরিক উপদেষ্টারাও মনে করছেন এটি একটি হামলা, যোগ করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প।

অন্যদিকে, এর আগে বিস্ফোরণের ঘটনাকে একটি দুর্ঘটনা বলে দাবি করেছে লেবানন।

এদিকে মারাত্মক এ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button