গণমাধ্যম

বাঙালির সাংস্কৃতিক জাগরণে কাজ করবে আইপি টিভি

একটি মহল আইপি টিভি নিয়ে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে দেশের আইপি টিভি মালিকদের সংগঠন বাংলাদেশ আইপি টিভি ওনার্স ফোরাম (বিআইটিওএফ)।

শুক্রবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছেন সংগটনটির মুখপাত্র এফ এম শাহীন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেক করেছেন, ডিজিটাল বাংলাদেশ’ একটি স্বপ্ন, প্রত্যয়। আর এই স্বপ্ন দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ পরিবর্তন আসছে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানাবিধ উদ্ভাবন আর প্রচেষ্টায়। তাদের হাত ধরেই দেশে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। এতে দ্রুত বদলে যাচ্ছে দেশের বিভিন্ন খাত। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ১৪টি আইপি টেলিভিশনের অনুমোদন দিয়েছে। এই সময় উপযোগী উদ্যোগের জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং মাননীয় তথ্যমন্ত্রীকে। ডিজিটাল বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ‘আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ’ সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ আজ অনন্য এক বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্ব-প্রতিযোগিতায় বাংলা-বাঙালি ও বাংলাদেশকে তুলে ধরতে আইপি টিভি দায়িত্বশীল ভূমিকা রাখবে। সেই সাথে স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী অপশক্তির গুজব,অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে মোক্ষম জবাব দেয়ার হাতিয়ার হিসেবে কাজ করবে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সাইবার অপরাধকে রুখতে সরকারের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আইপি টিভির কর্ণধারগণ। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় বাংলাদেশ যখন প্রস্তুত, তখন একটি মহল আইপি টিভি নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন করছেন । আমরা প্রত্যাশা করি বাঙালির সাংস্কৃতিক জাগরণের কণ্ঠস্বর হয়ে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে বাংলা-বাঙালি ও বাংলাদেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সকল শ্রেণির দর্শক-শ্রোতা আইপি টিভির সাথে থাকবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button