জাতীয়

রাজনীতির কোনো চাপ নেই আমাদের ওপর: সিইসি

নতুন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই। স্বাধীনভাবে কাজ করছে এবং স্বাধীনভাবে কাজ করবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় তিনি আরো বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই সব বলে দিয়েছি। এখন বললে একই বিষয়ের পুনরাবৃত্তি হবে। আমাদের কমিশনে মিটিং করে আমরা ওয়ার্কআউট করব। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আশা করছি, এই নির্বাচন কমিশনারের অধীনে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সিইসি বলেন, এখন আমাদের দায়িত্ব আগামী নির্বাচন সফল করা। আমরা চেষ্টা করব নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে। এ জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করব। এসব বিষয়ে বিস্তারিত চিন্তা-ভাবনা করেই আমার এগিয়ে যাব।

তিনি বলেন, তবে আমরা প্রত্যাশা করি, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও একটা সমঝোতা হবে, তাদের মধ্যেও আলাপ-আলোচনা হবে।

এর আগে, সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button