খেলা

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে টাইগাররা

আজ বুধবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে টাইগাররা। সাগরিকায় আজকের দিনের খেলা শুরু করেছে মুমিনুল হকের দল।

টেস্টের তৃতীয় দিন শেষে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ করে ৩১৮ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা থেকে আর মাত্র ৭৯ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের চতুর্থ দিন শুরু করেছে স্বাগতিক দল। গতকাল দিন শেষে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম। তার সঙ্গে অপরাজিত ছিলেন লিটন দাস। এই অবিচ্ছেদ্য জুটি নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

অবশ্য গতকাল আউট হননি তামিম ইকবালও। তবে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি। তৃতীয় দিনের দুই সেশনে ব্যাট করেছেন তিনি। সেঞ্চুরিতে খেলেছেন ১৩৩ রানের চমৎকার ইনিংস। ২১৭ বলে তার ইনিংসে আছে ১৫টি বাউন্ডারি। তার ইনিংসজুড়েই ছিল কর্তৃত্বের ছাপ। তবে সেঞ্চুরি পাওয়ার পর কিছুটা ক্র্যাম্পে ভুগতে দেখা যায় তাকে। যার কারণে তৃতীয় সেশনে আর মাঠে নামেননি তিনি। তৃতীয় সেশনে বাংলাদেশের ব্যাটিং সামাল দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৯৭ রান তুলেছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা ম্যাথুজ খেলেছেন ১৯৯ রানের ইনিংস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button