জাতীয়

জয়ের বিষয়ে আশাবাদী নৌকার প্রার্থী ডালিয়া

রংপুরের সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিচ্ছে। এসময় উন্নয়নের স্বার্থে ভোটাররা নৌকা মার্কায়ভোট দেবেন এমনটা জানিয়ে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা প্রকাশ করেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘তবে আমি বিশ্বাস করি নগরবাসী উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেবে। তারা ভুল করবে না, আমি জিতব ইনশাআল্লাহ।

বলেন, ‘রংপুরের মানুষ নৌকাকে সমর্থন করেছে, জয় হবে নৌকা প্রতীকের। ভোট সুষ্ঠু ভোট হচ্ছে, রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছে।

এ সময় ইভিএমের প্রশংসা করে ডালিয়া বলেন, ‘যে মোবাইল চালাতে পারে, ইভিএমও চালাতে পারবে। চমৎকার যন্ত্র। স্মার্ট বাংলাদেশে ইভিএম যন্ত্রই ঠিক আছে। সবখানে ভালোভাবেই ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। অনেকেই ইভিএমের সমস্যার কথা বলে ভুল ম্যাসেজ দিচ্ছে ভোটারদের কাছে। এটা ঠিক না।

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।

ভোটাররা আজ তাদের ভোটার মাধ্যমে নিজেদের নগরপিতাকে বেছে নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button