রাজনীতি

নয়াপল্টনেই পূর্ব নির্ধারিত বিভাগীয় গণসমাবেশ হবে: মির্জা ফখরুল

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত বিভাগীয় গণসমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা পল্টনেই সমাবেশ করবো, ১০ ডিসেম্বর যা হবে তা স্বচক্ষেই দেখতে পাবেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমরা পল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ করবো। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সমাবেশের আগেই যেন আমাদের অফিস পুলিশ ছেড়ে দেয় ও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার ব্যবস্থা করে দেয়। ১০ ডিসেম্বর জনগণই বলে দেবে জনগণ কি চায়। আমরা সমাবেশ করতে পল্টনে যাবো।

তিনি বলেন, আমরা সরকার ও প্রশাসনের এহেন অগণতান্ত্রিক, গণবিরোধী, সংবিধানবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এ বর্বরোচিত ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেফতার সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, পুলিশের গুলিতে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন নিহত হন ও অসংখ্য নেতাকর্মী এবং পথচারী গুলিবিদ্ধ হন। তাদের সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত নিরুপণ করা যায়নি। আপনারা দেখেছেন আমাকেও আমার অফিসে ঢুকতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অযাচিতভাবে প্রবেশ করে সিমেন্টের ব্যাগে করে হাত বোমা রেখে আসেন।

এর আগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকরাইল হয়ে দলটির নয়াপল্টনের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে বিজয়নগর নাইটেঙ্গেল গোল চত্বর থেকে ফিরে যান। সেসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি নিজের অফিসেই যদি প্রবেশ করতে না পারি। তাহলে কীভাবে একটি রাজনৈতিক দলের লোকজন কাজ করবে।

এর আগে গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি অফিসে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১৫টি ককটেল উদ্ধার করে বলে দাবি করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button