ওয়াসায় দুর্নীতির ঘটনায় সাবেক কাউন্সিলর ডেইজিসহ দুজনকে জিজ্ঞাসাবাদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি ও দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টসের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহমুদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আলেয়া সারোয়ার ডেইজি বলেন, ‘আমি যে অবস্থানে ছিলাম, সেখান থেকে নিয়োগসংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। আমি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সূত্রে ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য ছিলাম। দায়িত্ব পালনকালে ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেছি। ওয়াসায় নিয়োগে দুর্নীতি হয়েছিল কি না, তা আমার জানা নেই। এটা দুদক তদন্ত করে বলতে পারবে।’
দুদকের তথ্যমতে, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে পদ্মা জশলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, গন্ধরবপুর পানি শোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, গুলশান বারিধারা লেক দূষণ প্রকল্পে ৫০ কোটি টাকার প্রকল্প নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুদকে।
এ ছাড়া ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ১৩২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৬০ টাকা এবং নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ওয়াসার কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় ডিএনসিসির সংরক্ষিত ১২ আসনের সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজিকে। তিনি ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।