অবস্থার অবনতি ফুটবলের রাজা পেলের, কাজ করছে না কোমোথেরাপি
ফুটবলের রাজা’ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন।
‘সাধারণ ফোলা’ এবং ‘হার্ট ফেইলিউর’ এর জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সাও পাওলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোমোথেরাপিতেও সাড়া দিচ্ছেন না তিনি। আর তাই পেলেকে রাখা হয়েছে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। খবর: ডেইলি মেইল
প্যালিয়াটিভ কেয়ার ইউনিট হচ্ছে মৃত্যুপথযাত্রীর কষ্ট উপশমকারী একটি ইউনিট। যেখানে রোগীকে বাঁচিয়ে তোলার কোনো আশাই দেওয়া হয় না। বরং মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তির কষ্ট কমানোর চেষ্টা চালানো হয়।
পেলের এমন খবরে সোশ্যাল মিডিয়ায় ফুটবল ভক্তরা তার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। পেলের সুস্থতা কামনা করে টুইট করেছে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পেলের জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন তিনি।
ডাক্তাররা জানিয়েছেন, পেলের শরীরে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি কাজ করছে না। ক্যান্সারের জন্য এর আগে অস্ত্রোপচারও করতে হয়েছিল ৮২ বছর বয়সী সাবেক এই ফুটবল তারকার।
উল্লেখ্য, গত সপ্তাহেও অনেকটা সুস্থ ছিলেন পেলে। তবে এরপরই আচমকা হৃদযন্ত্রের সমস্যা ও শরীরের অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় উল্লেখ্য, গত সপ্তাহেও অনেকটা সুস্থ ছিলেন পেলে। তবে এরপরই আচমকা হৃদযন্ত্রের সমস্যা ও শরীরের অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ৮২ বছর বয়সী ফুটবলের এই মহাতারকাকে।