অন্যান্য খবর

১০২ বছর বয়সী নারী ‘মামা আফ্রিকা’ দাঁড়াচ্ছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট পদে

বয়স তার ১০২। কিন্তু চশমা ছাড়াই করেন চলাফেরা। মানসিক শক্তিও তার প্রচন্ড। আসল নাম ননই জোসেফিন এজিয়অনিয়াচে । কিন্তু নাইজেরিয়ান এই নারী ‘‘মামা আফ্রিকা’’ নামে পরিচিত।

‘মামা আফ্রিকা’ নামে পরিচিত এই নারী নাইজেরিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

‘ভয়েস ফর সিনিয়র সিটিজেনস অব নাইজেরিয়া’ গ্রুপের প্রতিষ্ঠাতা ১০২ বছরে বয়সী এই নারী প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

দেশটির সবচেয়ে বড় টেলিভিশন নেটওয়ার্ক এনটিএর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

দেশটির বেশ কিছু গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

ননই জোসেফিন এজিয়অনিয়াচে বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ইচ্ছুক না হলে তিনি রাষ্ট্রপতিপদ গ্রহণ করতে প্রস্তুত।

ননই জোসেফিন এজিয়অনিয়াচে

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নির্বাচিত হলে সঠিক নেতৃত্ব দিয়ে নাইজেরিয়ার হাল ধরবেন।

ইজিয়ানিয়াচে আনামব্রা রাজ্যের আগুয়াতায় বাস করেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বয়সের ঊর্ধ্বসীমা নেই। ২০১৮ সালে পাস হওয়া আইনে রাষ্ট্রপতি প্রার্থীদের ন্যূনতম বয়স ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।

এ পর্যন্ত প্রায় ১০ রাজনীতিবিদ নাইজেরিয়ার প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন। আগামী বছরের প্রথম দিকেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button