খেলা

মিরাজ-তাইজুল-নাঈমের ব্যাটে ২৫৯ রানে থামলো ওয়েস্ট ইন্ডিজ

ফল আসতে হয়তো শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে তার আগে অলরাউন্ডিং পারফর্ম্যান্সের জন্য চট্টগ্রাম টেস্ট স্মরণীয় হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে।

ব্যাট হাতে অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় স্কোর এনে দিন তিনি। পরে বল হাতেও জাদু দেখালেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪ উইকেটই গেছে ২৩ বছর বয়সী অলরাউন্ডারের ঝুড়িতে।

আর একটি উইকেট পেলেই সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পাশে বসতে পারতেন মিরাজ।  কিন্তু একই টেস্টে সেঞ্চুরি ও ৫ বা তার বেশি উইকেটের অনন্য কীর্তি গড়া হলো না তার। এর আগে বাংলাদেশের হয়ে এমন মাইলফলকে পা রেখেছেন কেবল সাকিব ও গাজী। তবে এই কীর্তি এক ইনিংসে দু’বার করে দেখিয়েছেন সাকিব। অবশ্য দ্বিতীয় ইনিংসে এমন কীর্তি গড়ার সুযোগ থাকছে মিরাজের সামনে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকেলে বড় ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ১১ রানের মাথায় মোস্তাফিজের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরেন ক্যারিবীয়ান অপেনার জন ক্যাম্বেল (৩)। ২৪ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করে ফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন সাইনি মোসলে।

বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৪টি, মোস্তাফিজ, তাইজুল ও নাঈম হাসান ২টি করে উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button