খেলা

রোনালদোর নেতৃত্বে পর্তুগালের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস।

রোনালদো ছাড়াও আছেন পেপে, বের্নারদো সিলভা, জোয়াল ফেলিক্স, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসের মত নামি ও প্রতিষ্ঠিত তারকারা।

পর্তুগাল দলে আছে, গোলরক্ষক হিসেবে দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিও ও জোসে সা।
রক্ষণভাগে জোয়াল ক্যানসেলো, দিয়েগো দালোত, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনি সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুরেইরো।মাঝমাঠে উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেস, বের্নারদো সিলভা ও জোয়াও মারিও। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোরতা, আন্দ্রে সিলভা ও গোনকালো রামোস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button