রাজনীতি

ঢাকার যেসব পয়েন্টে অবস্থান নেবে বিএনপি

শনিবার ঢাকার প্রবেশমুখের চারটি পয়েন্টে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নেতাকর্মীরা গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনিরআখড়া ও মুক্তি সড়ক পয়েন্টে অবস্থান নেবে বলে তিনি জানান। 
শুক্রবার (২৮ জুলাই) রাতে মহাসমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সিনিয়র মহাসচিব।
তিনি আরও বলেন, গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনিরআখড়া ও মুক্তি সড়ক- এই চারটি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা অবস্থান নেবে। ঢাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন।
রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ ও আওয়ামী লীগ মহাসমাবেশকে কেন্দ্র করে গত দুই দিনে মহাতাণ্ডব শুরু করে। ঢাকার প্রবেশমুখে নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, পথে পথে তল্লাশি করেছে, গ্রেপ্তারের এক মহাহিড়িক শুরু করেছে। গড়ি থেকে নামিয়ে দেওয়া, পকেট তল্লাশি করা, মোবাইল তল্লাশি করা ও মোবাইল চেক করেও মানুষের স্রোত তারা বন্ধ করতে পারেনি।’
এর আগে বিকেলে ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button