জাতীয়

যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনা প্রণয়ন করে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশের সমবায় সমিতিগুলোকে সক্রিয় করতে হলে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনতে হবে। যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনা প্রণয়ন করে আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

আজ শনিবার ৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষ্যে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী কৗশলী মো. শরীফ হোসেন ঢালী, ধনঞ্জয় কুমার মজুমদার, আনিসুর রহমান আজাদ প্রমুখ।

আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, সমবায় সমিতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো, যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ। অনেক সমবায় সমিতি আছে শুধু কাগজে- কলমে, বাস্তবে যার অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে লোন নেয়া হয়, অনেক সদস্য এ লোন উত্তোলনের খবরও জানেন না। নেতৃত্বে সততার অভাবের কারণে এসব সমবায় সমিতির অধিকাংশই মাঠে মারা যায়। সমিতির কনসেপ্ট সঠিকভাবে ধারণ করা হচ্ছে না।

এর আগে জেলা প্রশাসক আনিসুর রহমান জাতীয় পতাকা ও সমবায় পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এবার গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলার সমবায় সমিতিগুলোর মধ্য থেকে ১১টি সমবায় সমিতি ও পাঁচজন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button