জাতীয়

দেশের উন্নয়ন বিএনপি-জামায়াতের ভাল লাগে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; তা অনেকের কাছে ভাল লাগে না।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার, আলবদর, জামায়াত এবং তাদের দোসর বিএনপি দেশের উন্নয়ন দেখতে চায় না; বরং দেশকে ব্যর্থ দেখতে চায়।

মন্ত্রী আরো বলেন, তাই তারা (বিএনপি) আন্দোলন করে; ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, সরকারের পতন ঘটাতে চাচ্ছে।

আজ শনিবার জেলার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ড. আব্দুর রাজ্জাক।

ড. রাজ্জাক বলেন, আন্দোলন সংগ্রামের নামে ২০১৪ সালের মতো সহিংসতা করতে চাইলে বিএনপিকে সমুচিত শিক্ষা দেয়া হবে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদেরকে চরম মূল্য দিতে হবে।

সমবায়ের শক্তিকে দেশ গঠনের কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমবায়ের বিরাট শক্তি রয়েছে। এর সম্ভাবনা অনেক; তবে চ্যালেঞ্জও অনেক। সমবায়ভিত্তিক উৎপাদন ব্যবস্থা চালু করতে পারলে দেশে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button