রাজনীতি

তত্বাবধায়ক সরকার গঠন ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্বাবধায়ক সরকার গঠন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।

শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ফখরুল। রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে দুপুর ২টার আগেই সমাবেশ শুরু হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তারপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপির সংসদ সদস্যরা প্রস্তুত আছেন, নির্দেশ পেলেই সংসদ থেকে পদত্যাগ করবেন।’

‘এ সময় তিনি আরো বলেন, ‘দেশে কোনো জঙ্গি নেই। এটা আওয়ামী লীগের সাজানো অস্ত্র নির্বাচনি প্রচারণায়। যা গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা বলছেন। কিন্তু এবার জঙ্গিবাদ অস্ত্র আর কাজে আসবে না বলেও জানান মির্জা ফখরুল।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের গত ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখের বেশি মামলা করা হয়েছে। ৬০০ নেতা-কর্মীকে গুম ও সহস্রাধিক খুন করেছে এই সরকার। আলেম-ওলামাদের বিনা কারণে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে বন্দি করে রেখেছে।’

ফখরুল বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কেন? হাসিনার এই বাংলাদেশ দেখার জন্য? আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারবো সেজন্য। এখন কি আমরা ভোট দিতে পারি? আগের রাতেই ভোট হয়ে গেছে। এর আগে ১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। আমরা সেই নির্বাচন বাংলাদেশে হতে দেব না।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন বলেন, সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না; সাফ কথা। আমাদের একটাই দাবি হাসিনার পদত্যাগ। আমাদের দাবি সংসদকে বিলুপ্ত করতে হবে। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তাদের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। সেই নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।

আওয়ামী লীগ সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। এখন কি ঘরে ঘরে চাকরি আছে? চাকরি দিয়েছে? আওয়ামী লীগের লোক হলে চাকরি দেয়। ২০ লাখ টাকা ঘুষ দিলে চাকরি হয়। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তাই এই ঘুষখোরদের আর মানুষ দেখতে চায় না।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button