জাতীয়

শিগগিরই জামায়াতের বিচারে আইন পাস করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর দোসর হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করবে সরকার। এর জন্য শিগগিরই আইন পাস করা হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কাজ শুরু হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে গতকাল বুধবার। দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন।

অন্য নামে জামায়াতের নিবন্ধনের বিষয়ে আজ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা বিচারাধীন বিষয়। নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখতে হবে। তারপর এই বিষয়ে বক্তব্য দেব।’

আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button