আন্তর্জাতিক

সুদানে বিমান হামলায় নিহত অন্তত ৪০

উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে খার্তুমের একটি বাজারে দেশটির বিমানবাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। বিবিসি জানিয়েছে, রবিবারের (১০ সেপ্টেম্বর) একটি সামরিক বিমান দক্ষিণ খার্তুমের কোরো বাজারে বোমাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসক এবং বশির ইউনিভার্সিটি হাসপাতাল। তাদের দাবি, ক্ষমতার দখলকে কেন্দ্র করে মায়ো এলাকায় সেনাবাহিনী এবং আধা সামরিক বহর- আরএফএফ’র মধ্যে চলছিল সংঘাত। একপর্যায়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে লোকালয়ে ড্রোন অভিযান চালায় সামরিক বাহিনী। অবশ্য হতাহতদের সবাই বেসামরিক কিনা; সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মূলত আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো রাজি না হওয়ায় সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
১৫ এপ্রিল থেকে আফ্রিকার দেশটিতে চলছে ক্ষমতা দখলের লড়াই। টানা ছয় মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত ৭১ লাখের কাছাকাছি। যাদের মধ্যে ১১ লাখ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button