আদালত

চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চেক ডিজঅনার মামলা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামালের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়েছে। গত ২৮ আগস্ট এ পর্যবেক্ষণ দেন আদালত।

রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামালের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৪ পৃষ্ঠার এ রায় গতকাল প্রকাশ করা হয়।

এর আগে, চেক ডিজঅনার মামলায় হাইকোর্টের অভিমত দেয়া সংক্রান্ত উল্লিখিত রায়টি গত ৬ সেপ্টেম্বর স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৪ নভেম্বর দিনও ধার্য করা রয়েছে।

এ সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তির রায়ে গত ২৮ আগস্ট রায় দিয়েছিলেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। পরে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করার কথা জানান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রায়ে হাইকোর্ট বলেছেন, ১৯৯৪ সালে প্রতিস্থাপিত নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস এ্যাক্ট, ১৮৮১ এর ধারা ১৩৮ দেওয়ানি কার্যবিধির ধারা ৫৫ থেকে ৫৯ ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ১১ অনুচ্ছেদ ও আমাদের সংবিধানের ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং উন্নত বিশ্বের মর্যাদায় উঠতে বাধা বিধায় জাতীয় সংসদ কর্তৃক তা বাতিলে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আদালত রায়ে দৃঢ় আশা পোষন করেছেন। আপিলটি আপোষযোগ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button