জাতীয়

গাইবান্ধা-৫ উপনির্বাচন: ৭৭ জনের সঙ্গে কথা বললো ইসির তদন্ত কমিটি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনে ভোট বন্ধের ঘটনা তদন্তে ইসির গঠিত কমিটির শুনানির প্রথম দিনে ১১ প্রিসাইডিং অফিসার ও ৬৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার অংশ নিয়েছেন।

মঙ্গলবার, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাইবান্ধা সার্কিট হাউসে শুনানি চলে।

তদন্ত কমিটির সামনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসাররা তাদের বক্তব্য তুলে ধরেন।

আগামীকাল বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে ৪০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২৭৮ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ২০০ জন পোলিং এজেন্ট (প্রত্যেক প্রার্থীর পক্ষে), সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫২২ জনের সঙ্গে কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button