জাতীয়

পক্ষপাতমূলক আচরণ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসির নির্দেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচনে কোনো দলের পক্ষে কাজ না করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে কখনোই পক্ষপাতমূলক আচরণ করা যাবে না, শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। দলীয় মনোভাব প্রকাশের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ কথা জানান সিইসি।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশে কোন নেতাকর্মীকে যেন হযরানি করা না হয় সে দিকে নজর রাখতে হবে।

সিইসি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইভিএম প্রশ্নেও বিতর্ক রয়েছে। আমরা কেবল বিশ্বাস করি না, প্রমাণ পেয়েছি ইভিএম প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনি সহিংসতা ও কারচুপি নিয়ন্ত্রণ সহজতর। ১৫০ টি আসনে, প্রাপ্যতা সাপেক্ষে, ইভিএম প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে প্রয়োজনে ১৫০ এর অধিক আসনে ব্যালটে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও থাকবে। সে লক্ষ্যে নির্বাহী ও পুলিশ প্রশাসনকেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে একই দিনে একই সময়ে ৪২ থেকে ৪৫ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কর্মযজ্ঞটি সহজসাধ্য না হলেও, অসাধ্য নয় এবং সমন্বিত প্রয়াসের মাধ্যমে সার্থকভাবেই সাধন করতে হবে।

নির্বাচনের সময় প্রশাসন সরকারের অধীন থাকবে নাকি নির্বাচন কমিশনের অধীন থাকবে এমন প্রশ্নের জবাবের সিএসই বলেন, আইনে পর্যাপ্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করবে।
ভোটের সময় শুধু ভোট চলেনা দেশের সবকিছুই চলতে পারে। স্কুল কলেজ চলতে থাকে লেখাপড়া চলতে থাকে, আমদানি রপ্তানি সবকিছুই চলতে থাকে। বিভিন্ন কাজ বিভিন্ন দপ্তর দায়িত্ব পালন করে থেকে আমাদের যেটুকু দায়িত্ব আমাদের সঙ্গে সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন আর প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনীকেও প্রয়োজন হতে পারে। তারা অবশ্যই নির্বাচনের সময় আমাদের অধীনে থাকবে। আমাদের যেকোনো নির্দেশনা মানতে এবং প্রতিপালন করতে বাধ্য থাকবে। যদি অবাধ্য হয় তাহলে আমাদের তরফ থেকে যা করণীয় সেটা আমরা করব।

মাঠ প্রশাসন এর কাছে রাজনৈতিক চাপ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইভাবে চাপ ওনাদের নেই। ওনারাও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে উনারা নিরপেক্ষ আচরণ করবেন।

সিইসি আরও বলেন, নির্বাচনের সময় যেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাউকে হয়রানি করা না হয় সেটা আমরা বলেছি। নির্বাচনের এখনো এক বছর দুই মাস বাকি আছে। আমরা আগেই শুরু করেছি ওনাদের সব বিষয়ে অবগত করার জন্য। ওনাদের আগাম প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচন যেন সবার আস্থা অর্জন করতে পারে, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়।

প্রশাসনের কাছ থেকে প্রস্তাব এসেছে ভোট সিস্টেমে কিছু সংস্কারের এ বিষয়ে সিইসি বলেন, ওনারা কিছু উন্নয়নের কথা বলেছেন। ভোট কেন্দ্র পুনঃবিন্যস্ত করার কথা বলেছেন। কেন্দ্র কমিয়ে বুথ বাড়ানোর কথা বলেছেন আমরা বিষয়টা বিবেচনা করব।

বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button