জাতীয়

তৃতীয় বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মেয়র আতিক

তৃতীয় বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এই অবস্থায় তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চান।
পোস্টে মেয়র বলেন, ‘তৃতীয়বারের মত করোনায় আক্রান্ত হয়েছি। করোনা এখনও রয়ে গেছে। তাই সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছিলেন, শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) পরীক্ষা করালে মেয়রের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে ওনার হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।
উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালে করোনার শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি আবারও সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button