খেলা

শীর্ষস্থান হারালেন সাকিব

এশিয়া কাপের পর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দুই সপ্তাহ পরই আবারোও সেই শীর্ষস্থান হারালেন সাকিব। তাঁকে টপকে পুনরায় শীর্ষে অবস্থান করছেন মোহাম্মদ নবী। দুইজনের মধ্যে ব্যবধান মাত্র ৩ রেটিং পয়েন্টের।
২৪৬ পয়েন্ট নবীর, আর সাকিবের ২৪৩।
ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষে দারুণ ফর্মে তিনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচে ৮৮*, ৮ ও ৮৮ রান করেছেন। উন্নতি হয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি করে ব্যাটিং তালিকায় এক ধাপ এগিয়ে তিন নম্বরে বাবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button