সাহিত্য ও বিনোদন

শুক্রবার থেকে নতুন সিজন নিয়ে তিনটি চ্যানেলে প্রচার হবে সিসিমপুর

নতুন বছরে নতুন সিজন নিয়ে আসছে শিশুদের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর । শুক্রবার (২২ জানুয়ারি) থেকে অনুষ্ঠানটির সিজন-১৩ দেখা যাবে তিনটি টেলিভিশনে। প্রতি শুক্রবার দুরন্ত টিভিতে সকাল ৮টায়, মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় এবং বিটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে সিসিমপুরের নতুন পর্বগুলো।

নতুন পর্বগুলোতে করোনা মহামারি মোকাবিলা করার বিষয়কে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিশুর বিকাশের জন্য খেলার মাধ্যমে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, নতুন সিজনের পর্বগুলোতে সিসিমপুরের চরিত্র গ্রোভার ও রায়া খেলতে খেলতে শেখার নানা বিষয় নিয়ে হাজির হবে শিশুদের সামনে। আর সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি তার বন্ধুদেরকে বাংলা বর্ণমালা লিখতে শেখাবে। মজার এনিমেশন, স্যান্ডআর্র্ট ও গ্রাফিক্সের মাধ্যমে শিশুরা শিখবে বাংলা বর্ণ ও শব্দ।

বাংলাদেশে সিসিমপুরের সকল কার্যক্রম বাস্তবায়িত হয় ইউএসএআইডি’র আর্থিক সহায়তায়। সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button