রাজনীতি

শাওনের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে: ফখরুল

নারায়াণগঞ্জের যুবদল কর্মী শাওনের আত্মত্যাগকে মনে রাখতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, কুমিল্লাসহ আরও বেশকিছু জায়গায় আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের নবীনগরে নিহত শাওনের বাসায় গিয়ে এ কথা বলেন তিনি।

শাওনের পরিবারকে স্বান্তনা দিতে যান ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মনে রাখতে হবে শাওনের আত্মত্যাগ। তার দাবির কথা বলতে গিয়ে সে তার প্রাণ দিয়েছে। দেশের মানুষের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য সে প্রাণ দিয়েছে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন চালিয়ে যাবো।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন একেবারে শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে তারা গুলি করেছে। এটা একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে চলতে পারে না। আপনারা জানেন শুধু শাওন নয়, ভোলায় কিভাবে আমাদের ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে তারা বন্দি করে রেখেছে। আমাদের নেতা তারেক রহমানকে প্রবাসে নির্বাসিত করে রেখেছে৷ আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। আজ যদি আমরা গমতান্ত্রিক সরকার না আনতে পারি তাহলে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করবো। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আমরা অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের, আপনারা আমাদের শত্রু নন। এদেশের স্বাধীনতা রক্ষা করা আপনাদেরও দায়িত্ব।

শাওনের মৃত্যুর কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ হত্যার একদিন জবাব দিতে হবে। দাঁড়াতে হবে কাঠগড়ায়। শাওনকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে। এসপি বলেছে সে বিএনপি করত না। সে যদি যুবদলের কর্মী নাও হয় মানুষকে গুলি করে হত্যার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনারা অন্যায় হুকুম মানবেন না। সাধারণ মানুষের বুকে গুলি করবেন না।

বিএনপি মহাসচিব বলেন, পুলিশ মিথ্যাচার করছে। পুলিশের গুলিতেই যে শাওনের মৃত্যু হয়েছে, এটা প্রামণিত। শাওনকে হত্যার দায় তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button