জাতীয়

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমেছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৫৬ টাকায় । যা এতদিন ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

বুধবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ গত ৭ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দামে ইতিহাসে সর্বোচ্চ ৮৪ হাজার ৩৩১ টাকায় রেকর্ড গড়ে।

এবার দাম কমায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম পড়বে ৫৫ হাজার ২৮৭ টাকা।

 

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্প‌তিবার (১৮ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button